গায়ের রং কালো ছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোলে নিতেন না তাঁর মা-সহ বাড়ির অনেকে। বুধবার বিশ্বভারতীর অনুষ্ঠানে নিজের রবীন্দ্র চর্চার কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। বিজেপির ‘ডাক্তারবাবু’র এ হেন মন্তব্যে ইতিমধ্যেই জোরদার বিতর্ক তৈরি হয়েছে।
প্রসঙ্গত, বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে আলাপচারিতা এবং সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন সুভাষ। তাঁর পাশে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। বিশ্বভারতীর অনুষ্ঠানে এভাবে বিজেপিকে জড়ানোয় এমনিতেই বিতর্কের জন্ম হয়েছিল। সমালোচনার মুখে পড়তে হয়েছিল উপাচার্যকে। এরই মধ্যে বিতর্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন মোদীর মন্ত্রী।
সকলের উপস্থিতিতেই সুভাষ বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তাঁর বাড়িতে চেহারাগুলো যদি দেখা যায়, সকলের গায়ের রং ধবধবে ফর্সা ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও গায়ের রং সত্যিকারের ফর্সা ছিল।’ এরপর গায়ের রঙের প্রকার ভেদ বর্ণনা করতে গিয়ে সুভাষ বলেন, ‘ফর্সা সাধারণত দুই প্রকারের হয়। এক জন দেখবেন টকটকে হলুদ। আর এক জন লোক হচ্ছে ফর্সার মধ্যে একটু লাল ভাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং দ্বিতীয় ধরনের। তাঁর মা এবং বাড়ির অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে তাঁকে কোলে নিতেন না।’