গত মাসেই দুই রাজ্যের সীমানায় ব্যাপক অশান্তি ও সংঘর্ষের জেরে নিহত হয়েছিলেন আসামের ৬ পুলিশকর্মী। আহত হয়েছিলেন আরও প্রায় ৫০ জন। এবার ফের নতুন করে উত্তেজনা ছড়াল আসাম-মিজোরাম সীমান্তে। জানা গিয়েছে, দুই রাজ্যের সন্ধিস্থলে ফের একবার গুলি চলার ঘটনা ঘটেছে। এদিকে ক্রসফায়ারে এক সাধারণ মিজো নাগরিক জখ হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোর ২টোর সময় হাইলাকান্দি জেলার দারাসিং হিলস এলাকায় এই গুলি চলার ঘটনাটি ঘটে।
এ নিয়ে হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, মঙ্গলবার ভোর দুটোর সময় সীমান্তে টর্চ হাতে থাকা মানুষের গতিবিধি নজরে আসে আধারিকদের। আসাম পুলিশ নাকি এরপর সেই ব্যক্তিদের জিজ্ঞেস করেন যে সেখানে তারা কি করছে। সেই সময় পাহাড়ের ওপর থেকে আমাদের ওপর গুলি চালানো শুরু হয়। এর বদলে আসাম পুলিশ ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। সেই সময় সেই ব্যক্তিরাও পালিয়ে যায়।
এদিকে মিজরামের কোলাসিব জেলা এসপি ভানলালফকা রালতের দাবি, মিজোরামের ভাইরেঙতে এলাকার তিন ব্যক্তি আসামের বিলাইপুরে নিজেদের বন্ধুদের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় হাইলাকান্দির পুলিশ তাদের ভয় দেখায়। ঘটনায় পালাতে গিয়ে এক মহিলার পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে উপাধ্যায়ের বক্তব্য, ‘প্রথমত, আমরা গুলি চালাতে শুরু করিনি। আমাদের আধিকারিকরা আক্রান্ত হয়েছিল। তাঁদের উপর গুলি চালিয়ে হামলা চালানো হয়। সাধারণ মানুষ কখনও ভোর দুটোর সময় টর্চ জ্বালিয়ে সীমান্ত পার করবেন না। মিজোরামের পক্ষ থেকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।’