একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার তাদের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। আর তাই সংগঠনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল বাংলার শাসক দল। জানা গিয়েছিল, এবার তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ চালু হতে চলেছে। ঘোষণার দু’মাসের মধ্যেই এবার সেই নীতি বাস্তবায়িত করে দেখাল তৃণমূল। রাজ্য থেকে জেলা, এমনকী ব্লক স্তরেও এই নীতি মেনে নতুন করে সাজানো হয়েছে সংগঠন। স্বাভাবিকভাবেই উঠে এসেছে অনেক নতুন মুখ। যা আগামীদিনে দলের পক্ষে একটা আলাদা মাইলেজ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এরই মধ্যে শুক্রবার নতুনদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এক ব্যক্তি এক পদ নীতি বাস্তবায়িত করতে পেরে দল গর্বিত বলেও জানিয়েছেন তিনি। এদিন টুইটে অভিষেক লেখেন, ‘দু’ মাস আগে ৫ জুন তৃণমূল নেতৃত্ব একটি নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রাজ্য ও জেলা পর্যায়ে এক ব্যক্তি এক পদ নীতি সফলভাবে বাস্তবায়িত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমি সমস্ত নতুনদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’