আদালতের নজরদারিতে পেগাসাস কাণ্ডের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা সেই মামলার শুনানিতে কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট। আগামী ১০ দিন পর ফের শুনানি হবে।
আজ সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব তথ্য জনসমক্ষে আনা সম্ভব নয়। তিনি মেনে নেন, জাতীয় সুরক্ষার কারণে পেগাসাসের মতো স্পাইওয়্যারের ব্যবহার করতেই হয়। তবে পাশাপাশি তিনি এ-ও বলেন, সাধারণের ক্ষেত্রে এই স্পাইওয়্যার প্রয়োগ হওয়ার কথা নয়। সুপ্রিম কোর্টের তরফেও এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে স্পষ্ট বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও তথ্যই তাদের থেকে চাওয়া হচ্ছে না।
উল্লেখ্য গতকালই প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেন, এই মামলার দুটি দিক রয়েছে। এক, সরকার পেগাসাস ব্যবহার করেছে কিনা। দুই, যে কমিটি গঠন করা হবে, তাদের তদন্তের এক্তিয়ার কত দূর। সোমবারের শুনানিতে আদালতকে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল জানান, একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে পেগাসাস বিতর্কে তদন্ত করতে রাজি কেন্দ্রীয় সরকার। সে ক্ষেত্রে ওই কমিটি যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে।
এর পরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন করেন প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যা বলছেন তা হলফনামা দিয়ে জানাচ্ছেন না কেন? মামলাকারীরা জানতে চান সরকার পেগাসাস ব্যবহার করেছিল কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে অন্য কেউ এই সফটওয়্যার ব্যবহার করেছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকার কি পদক্ষেপ করেছে? পুরো বিষয়টি হলফনামা দিয়ে জানাতে অসুবিধা কোথায়? হলফনামা দাখিল করার জন্য প্রয়োজনে আপনারা সময় চাইতে পারেন। আদালত সময় দিতে রাজি আছে।’