‘মুড অব দ্য নেশন’ নামে প্রত্যেক বছর জানুয়ারি এবং আগস্ট মাসে সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে। তাতে দেশের রাজনীতিকদের নিয়ে সাধারণ মানুষদের মতামত তুলে ধরে তারা। ১ বছর আগে তাদের সমীক্ষায় যে ছবি ধরা পড়েছিল এখন দেখা যাচ্ছে তা আমূল বদলে গিয়েছে ১ বছরের মধ্যে। ১ বছর আগে যিনি দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী হিসাবে সব থেকে বেশি গ্রহণযোগ্য ছিল, এখনও তিনিই রয়েছেন সেই জায়গায়। তবে তাঁর গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তা কার্যত তলানিতে এসে ঠেকতে শুরু করে দিয়েছে ক্রমশ। আর লক্ষ্যণীয় ভাবে সেই জায়গার বিকল্প মুখ হিসাবে উঠে আসছেন একজন মহিলা। কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষায় উঠে এসেছে, এখন দেশের মাত্র ২৪ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করছেন মোদীকে। অথচ এক বছর আগে এই সংখ্যাতাই ছিল ৬৬ শতাংশ। সেই হিসাবে মোদীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় যে বড়সড় ধস নেমেছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ইন্ডিয়া টুডে যে সমীক্ষার ফল প্রকাশ করেছিল তাতে দেখা গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী হিসাবে মোদীকেই সব থেকে বেশি মানুষ পছন্দ করছেন। সেই সময় সেই সমর্থনের পরিমাণ ছিল ৬৬ শতাংশ। কিন্তু তারপর থেকেই ক্রমশ মোদীর জনপ্রিয়তা ও চাহিদা কমতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ইন্ডিয়া টুডে-রই সমীক্ষায় ধরা পড়েছিল যে দেশের মাত্র ৩৮ শতাংশ মানুষ এখন মোদীকে পছন্দ করছেন। আর এখন যে সমীক্ষা সামনে এসেছে তা তো রীতিমত ভূমিকম্পের সমান হয়ে দাঁড়িয়েছে। দেশের মাত্র ২৪ শতাংশ মানুষ এখন মোদীকে পছন্দ করছেন। এই হারে জনসমর্থন ও গ্রহণযোগ্যতা কমতে থাকলে ২০২৪ এর লড়াইয়ে বিজেপির জন্য যে বড় ধাক্কা অপেক্ষা করছে সে আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, এই সমীক্ষায় সব থেকে উজ্জ্বল ছবি হিসাবে উঠে এসেছেন তৃণমূল নেত্রীর মুখ। এক বছর আগের সমীক্ষায় ধরা পড়েছিল দেশের মাত্র ২ শতাংশ মানুষ তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে চান, জানুয়ারি মাসে সেই চাহিদা বেড়ে হয়েছিল ৪ শতাংশ। আর এবারে তা হয়েছে ৮ শতাংশ। মানে এক বছরে দেশের মানুষের কাছে ভাবী প্রধানমন্ত্রী হিসাবে মমতার জনপ্রিয়তা বেড়েছে পুরো চারগুণ। এমনকী এবারে অমিত শাহকেও পিছনে ফেলে দিয়েছেন মমতা।