একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার তাদের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। আর তাই সংগঠনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল বাংলার শাসক দল।
জানা গিয়েছিল, এবার তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ চালু হতে চলেছে। ঘোষণার দু’মাসের মধ্যে সেই নীতি কার্যকর করতে গতকালই সংগঠনে বড়সড় রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দেখা যায় প্রশাসনিক স্তরেও সেই রদবদল শুরু করে দিয়েছে নবান্ন। এবার অনেক মন্ত্রীকে পুর প্রশাসক ও প্রশাসক মণ্ডলী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম দমকলমন্ত্রী সুজিত বসু। সুজিত ছিলনে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তিনি প্রশাসকমণ্ডলীরও অন্যতম সদস্য ছিলেন। এদিন সুজিতকে দক্ষিণ দমদম পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু সুজিত নন। হাওড়া কর্পোরেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমবায়মন্ত্রী অরূপ রায়কে। তাঁর জায়গায় নতুন পুরপ্রশাসক হয়েছেন চিকিৎসক সুজয় চক্রবর্তী। মধ্যমগ্রাম পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে।