এবার শুভেন্দুকে প্রবল কটক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সম্প্রতি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন দ্রুত কার্যকর করতে হাই কোর্টে যাওয়ার কথা বলেছিলেন শুভেন্দু। সংবিধান উদ্ধৃত করে এ বিষয়ে ঢিলেমি নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এবার পাল্টা কুণাল শুভেন্দুকে বললেন, “তোমার বাবা এখন কোন দলে?” পাশাপাশি তিনি তোপ দাগলেন যে, শুভেন্দুর পরিবার তো দলবদলু পরিবার। কাজেই দলত্যাগ নিয়ে বড় বড় কথা শুভেন্দুর মুখে মানায় না।
প্রসঙ্গত, মঙ্গলবার মুকুলের বিধায়ক পদ খারিজের শুনানি ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গেই শুভেন্দু বলেন, “সংবিধানে আছে খুব সংক্ষিপ্ত সময়ে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। কিন্তু বর্তমান অধ্যক্ষের আমলে গত ১০ বছরে দলত্যাগ বিরোধী আইন বিধানসভায় কার্যকর করা হয়নি। গাজোলের বিধায়কের ২৩ বার শুনানি হওয়ার পরেও বিষয়টির নিষ্পত্তি হয়নি। সেই তথ্য আমাদের হাতে আছে।” রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিরোধী দলনেতার দলবদলের প্রসঙ্গ টেনে আনেন। টেনে আনেন শিশির অধিকারীর বিজেপির মঞ্চে আসার প্রসঙ্গও।
টুইটারে কুণাল লিখেছেন, “দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছ? তোমার বাবা এখন কোন দলে? অন্যকে নিয়ে বলার হলে আগে প্রকাশ্যে বলো তোমার বাবা শিশির অধিকারী এখন কোন দলে?”একুশের বিধানসভা ভোটের আগে বিজেপির হয়ে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে মমতাকে ‘দিদি ওওওওও দিদি’ বলে বহুবার ব্যঙ্গাত্মক সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের তরফে মঙ্গলবারের বিবৃতিতে বিজেপি বিধায়ক শুভেন্দুকেও ‘ওওওও শুভেন্দু’ বলে সম্বোধন করেন কুণাল। তাঁর পরিবারের দলবদলের প্রসঙ্গ টেনে বলেন, “দলবদলু পরিবারের আবার বড় বড় কথা।”