মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সুস্মিতা দেবের টুইটার অ্যাকাউন্ট। প্রোফাইল পিকচার বদলালেন তিনি। নতুন ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে তিনি। সোমবারই কংগ্রেসকে বিদায় জানিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তবে কী এবার রাজ্যসভায় ঠাঁই হতে চলেছে সুস্মিতার। এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনা তেমনই।
বিগত ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে শিলচর থেকে সংসদ হয়ে সবার নজর কেড়েছিলেন সুস্মিতা। তিনি বিশিষ্ট কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের সুপুত্রী। লোকসভায় কংগ্রেসের ‘সাউটিং ব্রিগেড’-এর প্রায় সামনের সারিতে ছিলেন তিনি। নানা ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরতে কংগ্রেসের সংসদীয় রণনীতিকে বলিষ্ঠভাবে বাস্তবায়িত করেছেন অসমের এই কংগ্রেস নেত্রী। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিশেষ ঘনিষ্ঠ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে যান সুস্মিতা।
আজ, অর্থাৎ মঙ্গলবার দুপুরে দিল্লীতে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন সুস্মিতা।উল্লেখ্য, গত রবিবার, ১৫ই আগস্ট কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথা জানান তিনি। তারপর সোমবার উড়ে যান কলকাতায়। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সোনিয়াকে লেখা চিঠিতে পথ প্রদর্শন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা। তিনি লিখেছেন, “জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক ছিল। যা আজ শেষ করছি। পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি আমি সারা জীবন মনে রাখব।”