সোমবারই লালবাজারের অনুমতি ছাড়া গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির নেতা-কর্মীরা জমায়েত করায় সেই কর্মসূচী থেকে আটক করা হয় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের। তারপরেও আজ ফের রাজ্যে আরও এক কর্মসূচী নিয়েছে বিজেপি। এদিন করোনা বিধি উড়িয়েই দলের শহীদ সম্মান যাত্রা কর্মসূচী পালনের জন্য রাস্তায় নামেন নেতা-কর্মীরা। তবে কর্মসূচী শুরু হওয়ার আগেই পুলিশ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ-সহ ৩০ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে দলের সদর দফতরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শঙ্কর ঘোষ-সহ দলের নেতা-কর্মীরা। তখনই তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির হাসমি চক। ইতিমধ্যেই সেখানে জলকামান প্রস্তুত রাখা হয়েছে। মহামারির পরিস্থিতিতে কোনও কর্মসূচীতে অংশ নেওয়া যাবে না বলে দাবি পুলিশের।
যদিও এরপরেও করোনা পরিস্থিতির মধ্যেই তাদের কর্মসূচী পালনের জেদ ধরে বসে গেরুয়া শিবির। উল্লেখ্য, শহীদ সম্মান যাত্রায় আজই শিলিগুড়ি আসছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও জন বারলা। বিজেপি সূত্রে খবর, আজ শিলিগুড়িতে একাধিক এলাকায় যাবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। কলকাতায় এসে পৌঁছেছেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারও। তিনি বলেন, পুলিশের ভিড় থাকলেও কর্মসূচী চালাবে বিজেপি। কলকাতায় বিজেপির সদর দফতরের সামনে গার্ডরেল নিয়ে এসেছে পুলিশ। পুলিশে উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত হয়েছেন। তবে সুভাষ সরকার বলেন, ‘সব বাধা কাটিয়েই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে।’