এবার মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের একলাফে অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ল। এর জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা। আজকের মূল্য বৃদ্ধির জেরে গত ৬ মাসে মোট ১৪১ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের। আর একবছরের নিরিখে ২৪১ টাকা বেড়েছে সিলিন্ডারের দাম।
একেই পেট্রোল আর ডিজেলের দাম রকেটের গতিতে বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। তারওপর এদিন রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের ক্ষোভও বেড়েছে। গত ৬ মাসে এভাবেই রান্নার গ্যাসের দাম প্রায় দেড়শো টাকা বেড়ে গিয়েছে। ১ বছরের হিসাব ধরলে দর বেড়েছে প্রায় আড়াইশো টাকা। এমনিতেই কোভিডের জেরে বাজারে চাকরির আকাল। ধাক্কা খেয়েছে অর্থনীতিও। তারওপর এভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মোদী সরকারের ওপর ক্ষোভ ক্রমশ চড়ছে আমজনতার।