এ যেন মগের মুলুক! এবার সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় করায় চেন্নাই থেকে ৬০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ!
গত সপ্তাহে উত্তরপ্রদেশের জৌনপুর শহরের কোতোয়ালি থানায় এ ব্যাপারে মামলা রুজু হয়। মনমোহন মিশ্র নামে ওই বৃদ্ধ চেন্নাইয়ের বাড়িতেই ধরা পড়েন। তাঁকে ট্রানসিট রিম্যান্ডে জৌনপুর নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সার্কল অফিসার, সিটি (জৌনপুর) জিতেন্দ্র কুমার দুবে। ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (জনজীবনের দুষ্কর্ম সংক্রান্ত মন্তব্য) ধারায় মনমোহনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাছাড়া তথ্যপ্রযুক্তি আইন, মহামারী আইনের ধারাও প্রয়োগ করে পুলিশ। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের হাতে এই গ্রেফতারির ব্যাপারে তাদের জানানো হয়েছে।
প্রসঙ্গত, জৌনপুরের লোক মনমোহন গত ৩০ বছর ধরে চেন্নাইয়ের মাধবরম এলাকার বাসিন্দা। সরকারি পরিষেবা, শংসাপত্রের জন্য উত্তর ভারতের শ্রমিক, পরিবারের এজেন্ট হিসাবে কাজ করতেন তিনি। ওদের আধার, প্যান কার্ড তৈরি করে দিতেন। এক পুলিশ অফিসার জানান, মনমোহন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সমালোচনা করে ইউটিউবে অনেক ভিডিও ছেড়েছেন। অধিকাংশ ভিডিওতেই বিজেপি সরকারের নিন্দা করা হয়েছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা নিয়ে। একটি ভিডিওতে সরাসরি এজন্য মোদীর পদত্যাগ দাবি করা হয়েছে।