একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দলের পালা। অব্যাহত ভাঙন। আর এই সুযোগকে কাজে লাগিয়েই পঞ্চায়েত সমিতি কিংবা পঞ্চায়েত দখল করেছে বা অনাস্থা ডেকে ভোটে জিতেছে তৃণমূল। এবার আরও একটি পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতি দখল করল তারা। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৮ আসনের ওই পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় ১৩ টি আসন, তৃণমূল পায় ১৪ টি আসন এবং কংগ্রেস পায় ১ টি আসন। তারপরেই কংগ্রেস ও বিজেপি মিলিতভাবে সমিতি চালাতে শুরু করে। বিজেপি ও কংগ্রেস মিলে সমিতি গঠন করে বোর্ড তৈরি করে।
কিন্তু কিছুদিন আগেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কংগ্রেস নেতা মারা যান। আর তারপরেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন পাঁচজন সদস্য। যার ফলে ২৮ আসনের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সংখ্যা দাঁড়ায় ১৯। এরপরেই অনাস্থা ডাকে তৃণমূল। তারপরেই সভাপতি নির্বাচনে ভোটাভুটি হলে জয় পায় তৃণমূল। পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হয়েছেন প্রতুল মাহাতো। তিনি বলেন, ‘জেলা নেতৃত্বের ওপরই আমরা সবকিছু ছেড়ে দিয়েছি। তাঁরা প্রত্যেক মেম্বারদের সঙ্গে আলাদা করে কথাও বলেছেন। এরপরই খামবন্দি করে নাম পাঠানো হয়। এভাবেই নির্বাচন পদ্ধতি চলেছে।’