ভোট প্রচারে বেরিয়ে রাজ্যের মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নির্বাচনী প্রতিশ্রুতি মতো জুলাই মাসেই প্রকল্পের ঘোষণা করে দিয়েছিলেন তিনি। অবশেষে আজ থেকে চালু হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প।
এই প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতি আর ও বি সি মাসে ১০০০ টাকা করে পাবেন। জানা গিয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য ফ্রি-তে ফর্ম পাওয়া যাবে। প্রতিটি ফর্মে থাকবে নির্দিষ্ট নম্বর। সেখানে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে। সরাসরি টাকা ক্রেডিট হবে অ্যাকাউন্টে। লক্ষ্মীরা ভাণ্ডারের পাশাপাশি আজ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফর্ম বিলিও শুরু হচ্ছে।