বাংলাজুড়ে করোনা বিধিনিষেধে এবার আরও ছাড় ছিল রাজ্য সরকার। মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত কলকারখানায় ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দিল নবান্ন। একই নিয়ম বলবৎ হবে তথ্যপ্রযুক্তি সংস্থা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিষেবা প্রদানকারী সংস্থাতেও। পাশাপাশি, মিউজিয়াম এবং বিনোদন পার্ক খোলারও অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই কোভিডবিধি মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, ১৭ই আগস্ট থেকে রাজ্যের সমস্ত কলকারখানায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত কর্মী নিয়ে কাজ চালু করা যাবে। যদিও সে ক্ষেত্রে প্রত্যেক কর্মীর কোভিড টিকাকরণ থাকা বাধ্যতামূলক। তবেই ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবেন কলকারখানা কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তি সংস্থা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিষেবা প্রদানকারী সংস্থাতেও এই নিয়ম প্রযোজ্য হবে। একই সঙ্গে, সকলেই যাতে করোনাবিধি মেনে চলেন, তাও খেয়াল রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়াও কলকারখানার পাশাপাশি রাজ্যের ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ইনস্টিটিউট বা এএসআই)-এর অধীনস্থ সংগ্রহশালা এবং বিনোদনমূলক পার্ক খুলে দেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য। তবে এ ক্ষেত্রে সংগ্রহশালা বা এ ধরনের পার্কের ভিতরে অর্ধেক সংখ্যক লোকজনই ঢুকতে পারবেন। প্রতি ক্ষেত্রেই কোভিড আচরণবিধি মান্য করার নির্দেশ দিয়েছে নবান্ন। সোমবার থেকেই রাজ্যের সমস্ত পানশালা ও রেস্তোরাঁর সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। এর পর ফের বিধিনিষেধে ছাড় দিল রাজ্য। আপাতত আগামী ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে এই নিয়ম।