এ যেন মগের মুলুক। রানি রাসমণি রোডে বিজেপিকে কর্মসূচী করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু কিছুটা লালবাজারের চোখে ধুলো দিয়েই বিজেপি নেতারা পৌঁছে যান মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। শেষ পর্যন্ত অবৈধ জমায়েতের অভিযোগে মহামারী আইনে গ্রেফতার করা হল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্বকে।
১৬ আগস্ট দিনটিকে খেলা হবে দিবস ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্য বিজেপি ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ হিসেবে এই দিনটিকে পালন করবে বলে ঘোষণা করেছিল। এদিন বেলা পৌনে দুটো নাগাদ গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছন দিলীপ ঘোষ। তার কিছুক্ষণ পরেই যান শুভেন্দু। তা ছাড়া দেবশ্রী চৌধুরী, রাহুল সিনহার মতো নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। শুভেন্দুর সঙ্গে বেশ কিছুটা ধস্তাধস্তিও হয় পুলিশের।