গত শুক্রবার ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। তবে একুশের ১৩ আগস্ট শ্রেষ্ঠ জন্মদিনের উপহার পেয়েছেন তিনি। স্বাধীনতা দিবসে নিজেই সেই অমূল্য উপহারের কথা সামনে আনলেন অভিনেত্রী। আর তা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।
হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতার লেখা সেই চিঠি পৌঁছে গিয়েছে বেহালা ফ্লাইং ক্লাবের কাছে শ্রাবন্তীর আবাসনে। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আগামীতে আসুক আরও সাফল্য ও আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভাল থেক, সুস্থ থেক।’ শ্রাবন্তী এই চিঠি পেয়েই আপ্লুত হয়ে মমতাকে ধন্যবাদ জানিয়েছেন।