সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফুটবল খেলায় মাতলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন খেলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ১৫ই আগস্ট ছোট বেলা থেকে ফুটবল খেলে আসছি। খোলা মাঠে কাদার ওপরে কখনও বাতাবি লেবু কখনও প্লাস্টিক দিয়ে বল বেঁধে খেলতাম।
আজ তৃণমূলের ‘খেলা হবে’ দিবস। দিলীপের এই ফুটবল খেলা প্রসঙ্গে হাসির মোড়কে তাঁকে কটাক্ষ করেন রাজ্যে মন্ত্রী তথা কলকাতা পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, “দিলীপ দা তৃণমূলের খেলা হবে দিবসে সমর্থন করে খেলেছেন। এটা খুব ভালো কথা। সকালবেলা ফুটবল খেলে উদ্বোধন করে দিয়েছেন।”