সোমবার তৃণমূলের ‘খেলা হবে’ দিবসের দিন সকালে ফুটবল পায়ে নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “বাকিরা ডায়লগ দেয়, আর আমি দিই গোল।” সেই প্রসঙ্গেই এবার ঘুরিয়ে খোঁচা দিলেন ফিরহাদ হাকিম। বললেন, “বিজেপি গোল করে না, গোল খায়।” পাশাপাশি তিনি এও বলেন, ‘খেলা হবে’ দিবসের দিন ফুটবল খেলে এই দিনটাকেই সমর্থন করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি পরিবহণমন্ত্রী জানান, “বিজেপি ভোটের সময় কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী অমিত শাহর মতো বড়-বড় প্লেয়ারদের খেলতে নিয়ে এসেছিল। কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়ে ফিরে গিয়েছে।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ‘খেলা হবে’ দিবস আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো এদিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খেলা দিবস পালিত হচ্ছে। শুধু আংলাতে নয়, ত্রিপুরাতেও পালন করা হচ্ছে এই দিন। বাংলার মতো ত্রিপুরাতেও তৃণমূল জিতবে, দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন ফিরহাদ।
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক কাজই করছেন। দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ বিভিন্ন প্রকল্প তিনি নিয়ে এসেছেন। যার মাধ্যমে সাধারণ মানুষের অনেক সুবিধা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার-এ সাধারণ মানুষ টাকা পাচ্ছেন। ফ্রিতে রেশন পাচ্ছেন। অন্যদিকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য ফ্রিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে। তাদের গ্যারান্টার হিসেবে থাকছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি এবং বেসরকারি হাসপাতালে সমস্ত রকম সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। অর্থাৎ বিভিন্ন রকম সুযোগ-সুবিধা তুলে ধরেছেন মমতা। উল্লেখ্য, গতকাল ত্রিপুরায় দোলা সেন এবং তার আত্মসহায়কের উপর বিজেপি কর্মী সমর্থকদের হামলারও তীব্র নিন্দা করেছেন ফিরহাদ।