ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পের হাল ফেরাতে সচেষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য কুর্সিতে বসেই এবার রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে নতুন বোর্ড গঠন করলেন তিনি। যার মাথায় থাকবেন মমতা নিজেই। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প, তথ্য-প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন দফতরের সচিবদের নিয়ে গঠন করা হবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড। এই বোর্ডের কাজ হবে, শিল্পায়নকে তরান্বিত করা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিশেষ বিশেষ দিকগুলিতে নজর দেবে এই বোর্ড। শিল্প নির্মাণে বিদ্যুৎ-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগানের সংকট হলে তা দেখবে এই বোর্ড। এ নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই ধরনের কমিটি একবার ২০১৭ সালেও গড়া হয়েছিল। তবে নিয়মিত বৈঠক না হওয়ায় সেই কমিটির কার্যকারিতা থাকেনি। পার্থ এ-ও জানিয়েছেন যে, এই বোর্ড গঠনের ফলে তাঁর কাজে সুবিধা হবে।