একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার তাদের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। আর তাই সংগঠনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল বাংলার শাসক দল। শোনা গিয়েছিল, এবার তৃণমূলে এক ব্যক্তি এক পদ চালু হতে চলেছে। এ-ও কানাঘুষো শোনা যাচ্ছিল যে, অন্তত ডজনের বেশি জেলা সভাপতিকে সরিয়ে দিয়ে তাঁদের জায়গায় নতুন মুখ আনবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলও তাই।
সোমবার তৃণমূল সাংগঠনিক রদবদলের যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত জেলায় জেলায় সভাপতি বদল করেছে কালীঘাট। বাদ পড়েছেন বহু বড় নেতাও।
যেমন, উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর জায়গায় জেলা সভাপতি করা হয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। একাধিক জেলাকে সাংগঠনিক ভাগে ভাগও করেছে তৃণমূল। যেমন দক্ষিণ চব্বিশ পরগনাকে দুটি সাংগঠনিক জেলা করা হয়েছে। একটি ডায়মন্ড হারবার-যাদবপুর ও অন্যটি সুন্দরবন। যাদবপুর-ডায়মন্ড হারবারের সভাপতি রয়েছেন শুভাশিস চক্রবর্তীই। সুন্দরবন সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে যোগরঞ্জন হালদারকে।
নদিয়া উত্তর ও দক্ষিণ দুটি সাংগঠনিক জেলাতেই সভাপতি পদে নতুন মুখ এনেছেন মমতা। নদিয়া উত্তরে সভাপতি করা হয়েছে জয়ন্ত সাহাকে। দক্ষিণে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ করকে। অন্যদিকে, দুটি সাংগঠনিক জেলা করা হয়েছে হুগলিকেও। একটির নাম শ্রীরামপুর-হুগলি, অন্যটি আরামবাগ। আগে হুগলির সভাপতি ছিলেন দিলীপ যাদব। তাঁকে সরিয়ে শ্রীরামপুর-হুগলি জেলা সাংগঠনিক কমিটির সভাপতি করা হয়েছে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে। আরামবাগের দায়িত্ব দেওয়া হয়েছে রমেন্দু সিংহ রায়কে। কলকাতা উত্তরের জেলা সভাপতি করা হয়েছে তাপস রায়কে। আর দক্ষিণের জেলা সভাপতি করা হয়েছে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।
আবার মালদার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুরকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আবদুর রহিম বক্সি। হাওড়া শহর ও গ্রামীণ—দুই জেলাতেই সভাপতি বদল করেছেন দিদি। গ্রামীণের সভাপতি বদল অনিবার্যই ছিল। কারণ পুলক রায় মন্ত্রী হয়েছেন। তাঁর জায়গায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অরুণাভ সেনকে। শহর জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভাস্কর ভট্টাচার্যকে। তাঁর জায়গায় হাওড়া শহরের নতুন তৃণমূল সভাপতি হলেন ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা কল্যাণ ঘোষ। জলপাইগুড়িতে জেলা সভাপতি করা হয়েছে মহুয়া গোপকে।