বিতর্কিত বক্তব্যের কারণে ফের হাসির খোরাক হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা। নেটমাধ্যমেও শুরু হয়েছে নিন্দার ঝড়। এহেন মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এমন দাবি করেছেন রাজ্য সম্পাদক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
প্রসঙ্গত, রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদের স্মরণ করছিলেন প্রধানমন্ত্রী। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-সহ একাধিক মহিলা যোদ্ধাকে সম্মান জানান তিনি। বিভিন্ন রাজ্যের বীরাঙ্গনাদের নামের পাশাপাশি উচ্চারিত হয় তমলুকের মাতঙ্গিনী হাজরার নাম। কিন্তু তাঁকে বাংলার স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার বদলে অসমের বীরাঙ্গনা বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এর পরই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এহেন মন্তব্যকে ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইটারে লেখেন, “মাতঙ্গিনী হাজরা অসমের? আপনার কি মতিভ্রম হয়েছে? আপনি ইতিহাস জানেন না। কোনও অনুভূতি নেই আপনার।” প্রধানন্ত্রীকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, “আপনি তো অন্যের লেখা স্ক্রিপ্ট পড়েন। এটা বাংলার অপমান। আপনি ক্ষমা চান।”