রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন হল রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনারও। স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা জারি ছিল রেড রোড চত্বরে। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন সেখানে। প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। তার পরে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ মহলের অনেককে সংবর্ধনা দেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হল ‘গার্ড অব অনার’। রাজ্য পুলিশ ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো আয়োজিত হয়।
রাজ্য সরকারের প্রায় সব প্রকল্পের সুসজ্জিত ট্যাবলোয় প্রকল্পগুলির উপকারিতা দেখানো হয় শিল্পীদের মাধ্যমে। ট্যাবলোর মাধ্যমে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ ও ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-ও দেখানো হয়। অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘খেলা হবে’ দিবস। তার আগে সেই ট্যাবলোও দেখা গেল রেড রোডে। ট্যাবলোর উপরে কয়েক জন বাচ্চাকে ফুটবল পায়ে দেখা যায়।