করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই স্তিমিত। তবে সংক্রমণ রুখতে রাজ্যে এখনও জারি রয়েছে বিধিনিষেধ। তাই গত বছরের মতো এবারও কোভিড বিধি মেনেই উদযাপিত হবে স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে আড়ম্বরে। পাশাপাশি আরও বেশি কড়া হয়েছে কোভিড প্রোটোকল। বেশ কিছু নতুন নিয়মও জারি হয়েছে।
জানা গিয়েছে, রেড রোডে ১৫ আগস্টের কুচকাওয়াজে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, দমকল, ডি এম জি- সহ মাত্র ২০ টি ট্যাবলোর অনুমতি দেওয়া হয়েছে। অতিথি সংখ্যাও এক চতুর্থাংশ করা হয়েছে। ১০০ জনের বসার জায়গায় মাত্র ২৫ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বসার জায়গার ঠিক বিপরীতে ৬০/১০০ এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানোর কথা রয়েছে।
স্বাধীনতা দিবসে রেড রোডের মূল অনুষ্ঠানে এবং শহর জুড়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। তাই গোটা রেড রোড চত্বরে ৫০০টি সিসিটিভি ক্যামেরা থাকবে। নিরাপত্তা নিশ্চিদ্র করতে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে। এদিকে, অতিমারি আবহে এ বছরেও রেড রোডের অনুষ্ঠানে প্রবেশানুমতি থাকছে না সাধারণ দর্শকের। দর্শকশূন্য রেড রোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা।