শুক্রবার শিয়ালদহের মুচিপাড়ায় বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সন্তোষ মিত্র স্কোয়্যারের ঘটনা নিয়ে আরও তৎপর তারা। গতকাল সকালেই বিজেপি নেতা প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষের বিরুদ্ধে ক্লাব ভাঙচুর, মহিলা তৃণমূল কর্মীর শ্লীলতাহানি ও অস্ত্র আইনে মামলা রুজু করেছিল মুচিপাড়া থানার পুলিশ। আজ সেই মামলায় আরও একটি এফআইআর দায়ের করল মুচিপাড়া থানা। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হল তৃতীয় এফআইআর করল পুলিশ। এরই সঙ্গে সজল ঘোষের বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগ, বিজেপি নেতা সজল ঘোষ গতকাল সকালেই কিছু দুষ্কৃতী নিয়ে সন্তোষ মিত্র স্কোয়্যার এলাকায় অস্ত্র দেখিয়ে একটি দোকানে লুঠপাট চালায়। তারপরেই ঘটনায় বাধা দিতে আসায় এক মহিলা তৃণমূল কর্মীকে হেনস্থা করে। এর সঙ্গেই স্থানীয় একটি ক্লাবে ভাঙচুর চালায় বলে সূত্র মারফত জানা যায়। তারপরেই এই ঘটনার প্রেক্ষিতে মুচিপাড়া থানায় এফআইআর দায়ের করেন এলাকাবাসীরা। তারপরেই গতকাল দুপুর ৩ টে নাগাদ বিজেপি নেতার বাড়ি ঘিরে ফেলে মুচিপাড়া থানার পুলিশ। বাড়ির দরজা ভেঙে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।