আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর চব্বিশের লোকসভা ভোটের আগে বাইশের এই সেমিফাইনালে যোগী আদিত্যনাথকে সামনে রেখেই লড়বে বলে জানিয়ে দিয়েছে বিজেপি। এরই মধ্যে এক প্রাক্তন শীর্ষ পুলিশকর্তা ঘোষণা করে দিলেন, তিনি যোগীর বিরুদ্ধে ভোটে প্রার্থী হচ্ছেন। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর, যাঁকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসর নিতে হয়েছে।
লখনউয়ে বিবৃতি দিয়ে একথা জানিয়েছে তাঁর পরিবার। অমিতাভের স্ত্রী নূতন জানিয়েছেন, এটা তাঁর কাছে নীতির লড়াই। শ্রী আদিত্যনাথ মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের মধ্যে অনেক অগণতান্ত্রিক, অনৈতিক, দমনপীড়নমূলক, হেনস্থা-হয়রানিমূলক ও বৈষম্যমূলক পদক্ষেপ করেছেন। সুতরাং অমিতাভ (ঠাকুর) আদিত্যনাথ যেখানেই ভোট লড়বেন, সেখানেই তাঁর বিরুদ্ধে প্রার্থী হবেন। উনি নীতির জন্য লড়বেন, অন্যায় কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তক্রমে অমিতাভকে ‘জনস্বার্থে’র উল্লেখ করে গত ২৩ মার্চ বাধ্যতামূলক অবসর নিতে বলা হয়। ২০২৮ সালে তাঁর কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সাত বছর আগেই তাঁকে বিদায় নিতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের আদেশ মোতাবেক ‘কর্মজীবনের অবশিষ্ট মেয়াদ পর্যন্ত পদে বহাল থাকার যোগ্য বলে বিবেচিত হননি’ তিনি। এবার সেই অমিতাভই প্রার্থী হচ্ছেন যোগীর বিরুদ্ধে।