পরপর দুটি অলিম্পিক্স ইভেন্টে পদক জিতে অনন্য কীর্তি তৈরি করেছেন পিভি সিন্ধু। কিন্তু এখানেই তিনি থেমে থাকতে চান না। ভবিষ্যতে যাতে ভারত থেকে আরও প্রতিভা উঠে আসেন, তার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। শীঘ্রই বিশাখাপত্তনমে নতুন অ্যাকাডেমি খুলতে চলেছেন সিন্ধু। তাঁর মতে, খেলাধুলোয় দেশের তরুণ প্রজন্মের আগ্রহ ক্রমশ কমছে। তাই তাঁদের আরও উৎসাহিত করতেই এই অ্যাকাডেমি খুলছেন তিনি।
শুক্রবার অন্ধ্র প্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সিন্ধু। সেখানেই বলেছেন, “তরুণদের উৎসাহিত করতে সরকারি সহায়তায় খুব শীঘ্রই বিশাখাপত্তনমে একটা অ্যাকাডেমি খুলছি। সঠিক পরিকাঠামো নেই বলে অনেক তরুণ খেলোয়াড়রাই ভুগছে।” ছোটবেলায় নিজেই ব্যাডমিন্টনে তালিম নিতে ভর্তি হয়েছিলেন পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে। বছর দুয়েক আগে আস্তানা বদলে তিনি অনুশীলন শুরু করেন গাচিবাউলি অ্যাকাডেমিতে। এ বার সিন্ধুর নিজেরই অ্যাকাডেমি তৈরি হতে চলেছে।