এবার আসানসোল পুরনিগম এলাকায়, গরিবদের আবাসন কর্মসূচীর কাজ হয়নি বলে অভিযোগ উঠল। পূর্বতন মেয়র এবং পুরপ্রশাসক, অধুনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির জমানায় প্রায় ছ’বছর ধরে সরকারি ‘হাউসিং ফর অল’ কর্মসূচী রূপায়ণের কাজ হয়নি বলে অভিযোগ। বহু পুরনো শহর হচ্ছে আসানসোল। যে শহরে প্রচুর গরীব মানুষের বসবাস। ঘুরে দেখলে বোঝা যাবে, তাদের বেশিরভাগই নেই ভালো বাড়ি। আর এদের জন্যই সরকারের প্রকল্প ‘হাউসিং ফর অল’।
স্থানীয় সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র ৩,৫১৬ জন বাসিন্দা ঘর বানাচ্ছেন। যার মধ্যে মাত্র সাড়ে ৬৫০ জনের কেবল ভিত ঢালাই হয়েছে। আর এই ৬৫০ জন বাসিন্দা তাদের প্রথম কিস্তির ৯০ হাজার টাকা পাবেন। আবার দেখা যাচ্ছে লিন্টন পর্যন্ত বাড়ি বানিয়েছে ৭১২ জন। ছাদ ঢালাই করেছে ৮৪৩ জন। সম্পূর্ণ বাড়ি তৈরি করেছেন ১,৩১১ জন। আর ২,৩৪৬ জন বাড়ি বানানোর কাজ শুরুই করেনি। এই পরিসংখ্যান আসানসোল পুরো নিগমের ১০৬ ওয়ার্ডের। ২০২০-২১ অর্থবর্ষের ১৯ জুলাই পর্যন্ত।
এপ্রসঙ্গে আসানসোল পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক বলেন, “এই ঘরগুলি খুব তাড়াতাড়ি বিতরণ করা হবে। আগে যিনি মেয়র ছিলেন তিনি কারও কথা শুনতেন না। নিজের কথা মত কাজ করতেন। সাধারণ মানুষের কথা ভাবেননি। সেজন্যই এই অবস্থা।” পুর নিগমের কমিশনার নিতিন সিঙ্ঘানিয়া বলেন, “আমরা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি। ইতিমধ্যেই গরিব মানুষেরা যাতে ঘর পান, তার ব্যবস্থা শুরু করেছি।”