আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভারী বৃষ্টির জেরে, নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যার পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় জারি হয়েছে সতর্কতা। সকাল থেকেই আকাশ অন্ধকার।
দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার ও রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার জেরে কমলা সতর্কতা।