একুশের ভোটযুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল ‘দুয়ারে সরকার’। এবার সেই জনপ্রিয় প্রকল্পের ট্যাবলো জায়গা পেতে চলেছে রেড রোডে ১৫ আগস্টের কুচকাওয়াজে।
সূত্রের খবর, এবার অন্যান্য বারের মতোই রাজ্য সরকারের উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের ট্যাবলো দেখা যাবে ১৫ আগস্টের ওই কুচকাওয়াজের অনুষ্ঠানে। মমতার ‘দুয়ারে সরকার’ ও ‘কৃষক বন্ধু’ প্রকল্পদুটি খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠায়, সেগুলির প্রতি আরও বেশি করে দৃষ্টি আকর্ষণ করতে রাখা হচ্ছে রেড রোডের অনুষ্ঠানেও। তবে শুধু ‘দুয়ারে সরকার’ বা ‘কৃষক বন্ধু’ নয়, এর পাশাপাশি ট্যাবলোতে জায়গা করে নিতে পারে মমতার স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডার, জলস্বপ্ন, দুয়ারে রেশন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতো প্রকল্পগুলিও।
প্রসঙ্গত, কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলো রাখা নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই ধরনের প্রকল্প ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। যেমন গত বছর ১৫ আগস্টে তুলে ধরা হয়েছিল ‘সবুজ সাথী’ ও ‘সবুজশ্রী’-র মতো বেশ কয়েকটি সরকারের উন্নয়নমুখী প্রকল্পকে। যদিও সেবার কোভিডের জন্য কুচকাওয়াজের অনুষ্ঠান আড়েবহরে ছোট ছিল। রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি থাকায় এবারেও তার ব্যতিক্রম হবে না। এবারের ১৫ আগস্টের কুচকাওয়াজের অনুষ্ঠান হবে গতবছরের মত কোভিডবিধি মেনেই।