বুধবার লোকসভা অধিবেশনের শেষ দিনে সংসদ ভবনের সামনে দলীয় সাংসদদের সঙ্গে পোস্টার হাতে প্রতিবাদে নেমেছিলেন তিনি। আর সেই পোস্টারেই ‘ই’-এমনভাবে লেখা ছিল যে বর্ণটি চেনা পর্যন্ত যাচ্ছিল না। ‘কন্নাশ্রী’— এই বানান দেখেও চোখ কপালে উঠেছিল সবার। তাঁর এই বানান বিভ্রাট দেখেই হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের সুরে সুর মিলিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর দলেরই নেতা তথাগত রায়। তাঁকে ই-মেল করে বর্ণপরিচয়ের পিডিএফ পাঠিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে এ নিয়ে সাফাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘অনুবাদ করতে গেলে এমন একটু হয়।’
শুক্রবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। তাঁকে জিজ্ঞাসা করা হয়, প্রতিবাদের সময় তাঁর হাতের প্ল্যাকার্ডে এমন ভুল বানান কেন ছিল? জবাবে দিলীপের সাফাই, ‘অনুবাদ করতে গেলে এমন একটু হয়। দিল্লীতে তো আর বাংলা নেই। ওরা হিন্দি থেকে বাংলা অনুবাদ করে।’ পাশাপাশি, সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা এটা সুযোগ দিয়েছি অনেককে খবর ছাপানোর জন্য। মন্তব্য করার জন্য। প্রচার তো আজকাল উলটোটাই হয়।’