আগেই ত্রিপুরা সফরে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে ফের বিপ্লব রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা-নেত্রীরা। ঝরেছে রক্তও। এ নিয়ে এবার গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের বিশেষ বিমানে আনা হয়েছে কলকাতায়। সুদীপ রাহা ও জয়া দত্তকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। তাঁদের সঙ্গে দেখা করতে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আর সেখানেই তিনি বলেন, ‘বাংলাতেও গোটা কেন্দ্রীয় মন্ত্রীসভা উড়িয়ে নিয়ে এসেছিল। মোদী-শাহ একাধিকবার এসেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ত্রিপুরাতেও এবার বিজেপি সরবে।’
প্রসঙ্গেত, ইতিমধ্যেই তাঁকে পাশে পেতে চেয়ে আবেদন আসছে ত্রিপুরা তৃণমূলের পক্ষ থেকেও। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসছেন ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা দাবি জানাবেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার দলনেত্রীও একবার ত্রিপুরায় আসুন। আর ত্রিপুরা জুড়ে হাওয়া তুলতে এখন থেকেই আসুন অনুব্রতও। ত্রিপুরা তৃণমূলের নেতা আশিষলাল সিংয়ের কথায়, ‘কেষ্ট দা’র মধ্যে একটা ব্যাপার আছে৷ ওনার গরম-গরম বক্তব্য ভীষণ আকৃষ্ট করে মানুষকে। ওনার একাধিক বক্তব্য ভাইরাল। আমাদের রাজ্যেও ওনার বক্তব্য শুনে শুনে এমন অভ্যাস হয়ে গেছে যে কেষ্ট দা’র ডায়লগ সবাই বলতে শুরু করেন। তাই দিদি ও অভিষেকের পাশাপাশি আমাদের আবদার থাকবে অনুব্রত মণ্ডলকে ত্রিপুরায় মাঝে মাঝে পাঠানো হোক।’