দেশের পুলিশ ব্যবস্থায় আরও দাপট আনতে ২০১৮ সাল থেকে ‘ইউনিয়ন হোম মিনিস্টার মেডেল ফর এক্সিলেন্স ইন ইনভেস্টিগেশন’ পুরস্কার চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার বাংলার চার পুলিশ আধিকারিককে কেন্দ্রের তরফে পুরস্কৃত করা হচ্ছে। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘ইউনিয়ন হোম মিনিস্টার মেডেল ফর এক্সিলেন্স ইন ইনভেস্টিগেশন’ পুরস্কার পাচ্ছেন ওই চার জন। সারা দেশের মোট ১৫২ জন পুলিশ অধিকারিককে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলার চার পুলিশ হলেন সুদীপ কুমার দাস, সুমন সাধুখাঁ, জিতেন্দ্র প্রসাদ এবং কৌশিকব্রত মজুমদার। চারজনই রয়েছেন এসআই পদে।
প্রসঙ্গত, যাঁরা যাঁরা এই পুরস্কার পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলার চারজন ছাড়াও তাতে অন্ধ্রপদেশের পাঁচ, অরুণাচল প্রদেশের এক, আসামের চার, বিহারের সাত, ছত্তীসগড়ের তিন, গোয়ার এক, গুজরাতের ছয়, হরিয়ানার চার, হিমাচল প্রদেশের এক, জম্মু ও কাশ্মীরের এক, ঝাড়খণ্ডের দুই, কর্ণাটকের ছয়, কেরলের নয়, মধ্যপ্রদেশের এগারো, মহারাষ্ট্রের এগারো, ওডিশার চার, পাঞ্জাবের দুই, রাজস্থানের নয়, তামিলনাডুর আট, তেলেঙ্গানার পাঁচ, উত্তর প্রদেশের দশ, উত্তরাখণ্ডের এক, দিল্লীর ছয় এবং ত্রিপুরা, মণিপুর মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডের এক জন করে পুলিশ আধিকারিক এই পুরস্কারের তালিকায় রয়েছেন।