গত ২১ জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সভা থেকে ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত আগামী ১৬ আগস্ট রাজ্য জুড়ে পালিত হবে ‘খেলা হবে’ দিবস। তবে শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও পালিত হবে খেলা হবে দিবস। যেমন বিজেপিশাসিত উত্তরপ্রদেশেও এই দিবস পালনের কথা জানিয়েছেন যোগী রাজ্যের এক তৃণমূল নেতা।
উত্তরপ্রদেশের ওই তৃণমূল নেতা বলেছেন, ‘আগামী ১৬ আগস্ট উত্তরপ্রদেশে খেলা হবে দিবস পালনের কর্মসূচী নেওয়া হয়েছে। খেলা দিবস উপলক্ষ্যে লখনউয়ে একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে।’ তবে তৃণমূলের এই কর্মসূচীতে যোগী আদিত্যনাথের সরকার আদৌ অনুমতি দেবে কি না, তা নিয়ে নিশ্চিত নন ওই নেতা। তিনি বলেছেন, ‘কোভিড বিধি মেনেই আমাদের কর্মসূচী পালন করব। যোগী সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে তা নিয়ে কিছুই জানানো হয়নি।’ তৃণমূল কোনও কর্মসূচী নিলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ভয় পাচ্ছে বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, খেলা দিবসকে সারা দেশে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইতিমধ্যেই ত্রিপুরায় খেলা দিবস পালনের ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। জানা গিয়েছে, মোদীর রাজ্য গুজরাতেও খেলা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র তথা বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায় বলেছেন, ‘শুধু উত্তরপ্রদেশ কেন, সারা ভারত জুড়েই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধ্বনি শুনতে পাচ্ছে। খেলা হবে দিবস পালনের মাধ্যমে সেই প্রতিধ্বনি আরও দৃঢ় হবে।’