করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। রাজ্য সরকারের জারি করা কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এই সুযোগে কোভিড বিধি মেনে কীভাবে বাংলা-সহ ৫ রাজ্যের বিভিন্ন কেন্দ্রের উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন আয়োজন করা যাবে? রাজনৈতিক দলগুলির কাছে তা নিয়ে মতামত চাইল নির্বাচন কমিশন। আগামী ৩০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত জানাতে হবে। করোনা বিধি নিয়ে বেশ কিছু গাইডলাইন ইতিমধ্যেই নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে কমিশন। সেই নির্দেশিকার ভিত্তিতে রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে কম বিতর্ক হয়নি। রাজনৈতিক দলগুলি তো বটেই, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালতও। কলকাতা হাইকোর্ট এবং মাদ্রাজ হাই কোর্ট কমিশনকে রীতিমতো তুলোধোনা করেছিল। রাজ্যের উপনির্বাচনের ক্ষেত্রে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে কমিশন। এবারে কোভিড বিধি সংক্রান্ত কোনওরকম খামতি বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে খানিকটা লাগাম পড়তেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। পরিস্থিতি আয়ত্তে থাকবে এমন বার্তা মিললেই সেপ্টেম্বরের শেষের দিকে নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। জানা গিয়েছে, রাজ্যের যে সব কেন্দ্রে (ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, দিনহাটা) নির্বাচন বাকি ইতিমধ্যেই সেসব জায়গার সামগ্রিক করোনা পরিস্থিতি যাচাই করেছে কমিশন। নির্বাচন করানো নিয়ে এবার ন্যূনতম ঝুঁকি রাখতে নারাজ কমিশন কর্তারা।