এবার প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কাঠগড়ায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ৷ এলাকার প্রাক্তন বিধায়ক তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, প্রতারণার টাকাতেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন সুমন ৷ তাঁর ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন তিনি ৷ যদিও সৌরভের এই অভিযোগ এক কথায় খারিজ করে দিয়েছেন সুমন। প্রসঙ্গত, আলিপুরদুয়ারে সুমনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সৌরভ ৷ একুশের ভোটে হেরে যান তিনি ৷
উল্লেখ্য, রাজ্যজুড়ে একাধিক প্রতারকের সঙ্গে নাম জড়িয়েছে গেরুয়া শিবিরেরও ৷ এবার তেমনই এক ঘটনায় নাম জড়াল আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের ৷ দিন কয়েক আগে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আলিপুরদুয়ারের দফতরে হাতে নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে আসেন কয়েক জন যুবক ৷ সেই নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের ৷ যাচাই করে দেখা যায়, নিয়োগপত্রগুলি আদতে ভুয়ো ৷ এই বিষয়ে গত বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার বিভাগীয় ইঞ্জিনিয়র দীপেন খাওয়াস ৷
পরবর্তীতে জানা যায়, এই ঘটনায় যিনি জড়িত রয়েছেন, তিনি বিজেপির সমর্থক এবং সুমন কাঞ্জিলালের ঘনিষ্ঠ ৷ সূত্রের খবর, ওই যুবক দীর্ঘদিন সুমন কাঞ্জিলালের দফতরে স্বেচ্ছাশ্রম দিয়ে এসেছেন ৷ অন্যদিকে, তিনিই চাকরির প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলেন বলে অভিযোগ ৷ কিন্তু, শেষমেশ সেই চাকরি আর কেউই পাননি ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করেন সৌরভ চক্রবর্তী ৷ তিনি বলেন, প্রতারণায় অভিযুক্ত যুবক সুমন কাঞ্জিলালের ঘনিষ্ঠ৷ এবং তাঁরা প্রতারণা করেই কোটি কোটি টাকা তুলেছেন ৷ আর সেই টাকা ব্যবহার করেই ভোটে জিতে বিধায়ক হয়েছেন সুমন ৷