২০১৮ থেকে ২০২১। টানা তিন বছর ধরে ১০০ দিনের কাজে কোটি টাকা প্রতারণার অভিযোগে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান রামচন্দ্র সরকারকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি নাকাশিপাড়া মুড়াগাছা পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার রাতে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করে পুলিশ।
নাকাশিপাড়া পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে তত্কালীন ব্লক উন্নয়ন আধিকারিক তত্কালীন পঞ্চায়েত প্রধান রামচন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজে সরকারি টাকা ‘নয়ছয়’ করার অভিযোগ করেন। অভিযোগ ওঠে, ভুয়ো জব কার্ড তৈরির মাধ্য়মে প্রায় কয়েক কোটি টাকা আত্মসাত্ করেছেন রামচন্দ্র। কিন্তু কোনও প্রমাণ না থাকায় তখনকার মতো তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর টানা তিনবছর ভোটে জিতে মুড়াগাছা পঞ্চায়েতের দায়িত্ব সামলেছেন রামচন্দ্র। এই তিনবছরেও কয়েক কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি, তাঁর বিরুদ্ধে নানা তথ্য়প্রমাণ জোগাড় করেই মঙ্গলবার রাতে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। বুধবার, অভিযুক্ত প্রধানকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।
ঘটনায়, রাজ্য বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার বলেন, ‘রামচন্দ্রবাবুকে তৃণমূলের একদল নির্বাচন করেছিল। সেই থেকে ব্যক্তিগত ক্ষোভ। উনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। গ্রেফতার করতে হলে তত্কালীন বিডিও ও অন্যান্য অফিসারদেরও করতে হয়। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেদের দলের লোকেদের বসাতে চায় বলে এই কাজ করেছে’। যদিও, এই ঘটনায়, তৃণমূলের কোনও পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া মেলেনি।