একুশে জুলাই পালন করেছিল গুজরাত প্রদেশ তৃণমূল কংগ্রেস। এবার ‘খেলা হবে দিবস’ উদযাপিত হতে চলেছে মোদীর রাজ্যে। তৈরি করা হয়েছে একটি ট্রফিও।
বাংলায় ভোটে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল তৃণমূল। সেই স্লোগানটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ঘোষণা করেছেন মমতা। তিনি জানিয়েছিলেন,’পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস আমরা পালন করব। ১৬ অগাস্ট পালিত হবে।’ ত্রিপুরায় খেলা হবে দিবস উদযাপন করতে চলেছে তৃণমূল। এবার গুজরাটেও উদযাপিত হবে ‘খেলা হবে দিবস’।
ভোটের ‘খেলা’য় জয় হয়েছে নেত্রীর। তবে খেলা এখনও শেষ হয়নি। ২৪-র লক্ষ্য বেঁধে দিয়েছেন মমতা । তিনি বলেছিলেন,’খেলা হবে। খেলা একটা হয়েছে। ৫ মে যার রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন। খেলা আবার হবে। যত দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। খেলা হবে বুথে বুথে। সমস্ত জায়গায় খেলা হবে।’
