ফের আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের শান্তি বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানাল কমিউনিটি অফ সন্ত এগিডিও। অনুষ্ঠানে হাজির থাকবেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলো মর্কেল-সহ একাধিক বিশ্ব নেতৃত্ব। রোমে ৬ ও ৭ অক্টোবরের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। পত্রের শুরুতেই সামাজিক ক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায়ের অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন রোমের কমিউনিটি অফ সন্ত এগিডিও-র সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো।
চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি লেখেন, ‘গত দশ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে আপনার অবদানের জন্য ব্যক্তিগত অভিনন্দন।’ সামাজিক ন্যায়, বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ববোধ, দুঃস্থদের সাহায্য ও অসহায়দের হয়ে কাজ করে কমিউনিটি অফ সন্ত এগিডিও সংগঠন।
বিশ্বজুড়ে শান্তির বার্তা আরও ছড়িয়ে দিতে সমস্ত ধর্মগুরুদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিস। আমন্ত্রণ রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের। মিশরের ইমাম আহমেদ আল তায়িবও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। বৈঠকের সময়সূচি ও অনুষ্ঠানের ব্যাপারে মুখ্যমন্ত্রীর অফিসে বিশদে জানিয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
