ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। তবে এবার উড়ালপুলের নীচে। নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারের থামে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। বাসের মধ্যে থাকা ১১ জন যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরেই ধাক্কা মারে। কেপি-২১ রুটের বেসরকারি বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ।
আহত যাত্রীদের উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান এলাকায়, চায়না টাউনের সামনে। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল বাসটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসের চালক পলাতক।