করোনার কড়া বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে কলকাতায় ধীরে ধীরে গণপরিবহনে বাড়ছে যাত্রী সংখ্যা। ছন্দে ফিরছে মেট্রো রেলও। আর সেই কারণেই এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ১৩ই আগস্ট, শুক্রবার থেকে সোম থেকে শুক্র, কাজের দিনে ২২০টির পরিবর্তে চলবে ২২৮টি ট্রেন। বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩ই আগস্ট থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। আপ ও ডাউন লাইনে এবার থেকে চলবে ১১৪টি করে ট্রেন।
পাশাপাশি, সকাল ও বিকেলে অর্থাৎ অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হল। মানে এখন একটি মেট্রো মিস করলে পাঁচ মিনিট পরই মিলবে পরের মেট্রোটি। তবে অতিমারী আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল। সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টা থেকে চালু পরিষেবা। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টাতেই। শনিবারও অপরিবর্তিত রইল সময়সূচী। সকাল ৮টা থেকে বেলা ১১.৩০ এবং ৩.৩০ থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন। ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালু করছে না কর্তৃপক্ষ। এখনই টোকেন পরিষেবাও চালু হচ্ছে না। অর্থাৎ কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে।
দেখে নেওয়া যাক প্রথম ও শেষ মেট্রোর সময়সূচী :
প্রথম মেট্রো –
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সকাল ৭.৩০
দমদম থেকে দক্ষিণেশ্বর – সকাল ৭.৩০
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – সকাল ৭.৩০
দমদম থেকে কবি সুভাষ – সকাল ৭.৩০
শেষ মেট্রো –
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সন্ধে ১৯.৪৮
দমদম থেকে কবি সুভাষ – সন্ধে ৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – সন্ধে ৮