দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটাই স্তিমিত। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে দেশের করোনা গ্রাফের ওঠানামা অব্যাহত। চার মাস পর মঙ্গলবারই একলাফে অনেকখানি কমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু বুধবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ল প্রায় ৩৬ শতাংশ। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দৈনিক মৃতের সংখ্যা আজও ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন।