ইউপিএসসি পরক্ষীর প্রশ্নপত্রে বাংলার ভোট সন্ত্রাস। পরীক্ষার্থীদের বল হল, ২০০ শব্দের প্রবন্ধ লিখতে।এই নিয়েই দানা বেঁধেছে জোর বিতর্ক। ক্ষুব্ধ তৃণমূল-সিপিএম। তাদের প্রশ্ন, জেনারেল স্টাডিজ বিষয়ে রাজনৈতিক প্রশ্ন কেন?
রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ সরব বিরোধীরা। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পাল্টা হলফনামা দিয়েছে রাজ্য সরকারও। তৃণমূলের দাবি, রাজ্যে ভোট পরবর্তী কোনও হিংসাই হয়নি, এসব বিজেপির অপপ্রচার।
এমন চাপানউতোরের মধ্যেই সিএপিএফ-এর অ্যাসিট্যান্ট কমাড্যান্ট পদপ্রার্থীদের প্রশ্নপত্রে জানতে চাওয়া হল, বাংলার ভোট সন্ত্রাস নিয়ে কি মত তাঁদের? সেই নিয়ে ২০০ শব্দের মধ্যে রিপোর্ট লিখতে বলা হয়েছে। তৃণমূল এবং সিপিএমের প্রশ্ন, এমন বিতর্কিত রাজনৈতিক প্রশ্ন কেন কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় থাকবে?
তবে শুধু বাংলার ভোট সন্ত্রাস নয়। প্রশ্ন এসেছে, কৃষক আন্দোলন কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে উত্ত্র লিখতে বলা হয়েছে। এমনকী ‘ভারতে রাজনীতি লাভবান পারিবারিক ব্যবসা’ কিনা তাও জানতে চাওয়া হয়েছে। পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে দিল্লির অক্সিজেন সংকট নিয়েও। এই পরীক্ষাটি নেওয়া হয়েছে রবিবার। সোমবার প্রকাশ্যে এসেছে প্রশ্নপত্র। তারপরই বিতর্কের ঝড় উঠেছে। কেন্দ্র স্বয়ংক্রিয় সংস্থার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম।