প্রথমে ত্রিপুরা সফরে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে ফের বিপ্লব রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা-নেত্রীরা। ঝরেছে রক্তও। ইইতিমধ্যেই সুদীপ রাহা, জয়া দত্তদের ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করছে তৃণমূল। এই প্রেক্ষিতে অভিনব প্রতিবাদ হাওড়ার তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের। গঙ্গায় কোমর জলে নেমে ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদ করলেন তাঁরা!
মঙ্গলবার হাওড়ার রামকেষ্টপুর ঘাটের কাছে এক কোমর জলে বসে প্রতিবাদ করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, রাস্তা আটকে, যানজট তৈরি করে সাধারণ মানুষের অসুবিধা করে বিক্ষোভ করতে চান না তাঁরা। মানুষের যাতায়াতে অসুবিধা না করে নিজেদের প্রতিবাদ কর্মসূচী জারি রাখতে তাই গঙ্গাকে বেছে নিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুপ্রভাত মশাট বলেন, ‘আজ অর্ধেক জলে নেমেছি। তৃণমূল যেদিন ত্রিপুরা জয় করবে তার পর আমরা গঙ্গায় মাথা ডুবিয়ে স্নান করে যাব।’
উল্লেখ্য, শনিবার দলীয় কর্মসূচীতে যোগ দিতে ধর্মনগরে গিয়েছিলেন সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। সেখানে লাঠি, রড দিয়ে তাঁদের ওপরে হামলা করা হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। আহত হন সুদীপ রাহা। পরের দিনই ত্রিপুরা পাড়ি দেন অভিষেক। গ্রেফতার হওয়া নেতাদের নিয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। এই সমগ্র ঘটনায় বিজেপিকে নিশানা করে টুইট করেন অভিষেক। লেখেন, ‘প্রতিশ্রুতি দিচ্ছি, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। বিপ্লব দেব পারলে আমায় আটকান।’