বেশ কয়েকদিন আগেই ধরা পড়েছে একাধিক জেএমবি জঙ্গী। অন্য রাজ্যে ধরা পড়েছে বিস্ফোরকও। তাই স্বাধীনতা দিবসের আগে আর কোনোকম ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুলিশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়তে রেড রোডের নজরদারিতে বসানো হচ্ছে প্রায় ৫০০ অতিরিক্ত সিসিটিভি। এছাড়াও নিরাপত্তা ও নজরদারির জন্য মোতায়েন থাকছে প্রায় দু’হাজার পুলিশকর্মী। লালবাজারের এক পুলিশকর্তা জানান, অতিরিক্ত সিসিটিভি’র মাধ্যমে রাখা হবে কড়া নজরদারি।
এপ্রসঙ্গে লালবাজারের এক সূত্র জানিয়েছে, এই বছর রেড রোডে প্রায় ৪০ মিনিট প্যারেড অনুষ্ঠিত হতে পারে। কলকাতা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ করবে র্যাপিড অ্যাকশন ফোর্স। রাজ্য পুলিশের পক্ষ থেকে মহিলা সশস্ত্র বাহিনী নামছে কুচকাওয়াজে। এ ছাড়াও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের প্রচারের জন্য ট্যাবলো নামছে রাস্তায়। এছাড়াও থাকছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তৈরি ট্যাবলোও।
পুলিশ সূত্র অনুযায়ী, এখন থেকেই রেড রোড সংলগ্ন এলাকায় রাতে নাকা চেকিংয়ে পরীক্ষা করা হচ্ছে প্রত্যেকটি গাড়ি। রেড রোড ও তার আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার জন্য বসানো হচ্ছে প্রায় পাঁচশো সিসিটিভি ক্যামেরা। প্রত্যেকটি ক্যামেরার ছবির উপর নজর রাখবেন পুলিশ আধিকারিকরা। এ ছাড়াও ড্রোনের মাধ্যমে রাখা হবে নজরদারি। পর্যাপ্ত সংখ্যক হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড কলকাতার রাস্তায় টহল দেবে। শহরের বিভিন্ন রাস্তায় পুলিশও মোতায়েন করা হবে। জানা গিয়েছে, এখন থেকেই কলকাতার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউস পরীক্ষা করা হচ্ছে। অতিথিদের বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। কলকাতার গুরুত্বপূর্ণ জায়গাগুলির উপর রয়েছে পুলিশের বিশেষ নজর। কোনও ব্যক্তিকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।