এবার ফের ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ। পাশাপাশি, মানবাধিকার কমিশনকেও পুনরায় নিশানা করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। ত্রিপুরার আমবাসায় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কাউকে কাউকে থানায় ডেকেও পাঠানো হচ্ছে— মঙ্গলবার টুইটে এমনটাই অভিযোগ করে কুণাল বলেন, তৃণমূলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, রাজ্যে তান্ডব চালাচ্ছে শাসক দল বিজেপি।
এর আগে সোমবার সাংবাদিক বৈঠক করে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন কুণাল। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ত্রিপুরা নিয়ে টুইটারে সরব হলেন তিনি। সোমবারের মতো এদিনও জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন কুণাল। বলেন, ত্রিপুরায় একের পর এক তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এখন মানবাধিকার কমিশন কোথায়?