উত্তরপ্রদেশ নিয়ে চিন্তা বাড়ল বিজেপির। জোট শরিক মুকেশ সাহানি বিকাশশীল ইনসান পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার সব কটি আসনেই তারা প্রার্থী দেবে। সাহানির এই সিদ্ধান্তে বেজায় অস্বস্তিতে বিজেপি। অস্বস্তিতে বিহারের জোট সরকার।
সাহানির বিকাশশীল ইনসান পার্টি আগে রাষ্ট্রীয় জনতা দল সরকারের শরিক ছিল। কিন্তু বিধানসভা ভোটের মুখে আসন নিয়ে বনিবনা না হওয়ায় জোট ছেড়ে বেরিয়ে নীতীশ কুমারের হাত ধরে। বর্তমানে বিহারে জোট সরকারের অন্য়তম গুরুত্বপূর্ণ মন্ত্রী মুকেশ সাহানি।
মুকেশ সাহানি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা সব কটি আসনেই প্রার্থী দেবে। চালাবে প্রচার। তার জন্য় তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। কোন কোন ইস্যুকে সামনে রেখে যোগী রাজ্য়ে তারা প্রচার চালাবে, চলছে সেই তালিকা তৈরির কাজ। উত্তরপ্রদেশে প্রতিটি নিষাদ পরিবারে ফুলন দেবীর মূর্তি, লকেট এবং ফুলন দেবীর ছবি ছাপা ক্যালেন্ডার পৌঁছে দেবে। মুকেশ সাহানির এই সিদ্ধান্তে বেকায়দায় বিজেপি।
উত্তরপ্রদেশ মেরুকরণের পাশাপাশি জনজাতি সম্প্রদায়ের ভোট টানতে মরীয়া যোগী সরকার। উপজাতি সম্প্রদায়ের ভোট পাখির চোখ করেছে এসপি এবং বিএসপি। স্বাভাবিকভাবেই যোগী রাজ্য়ে মুকেশ সাহানির দল প্রার্থী দেওয়ার ঘোষণায় প্রমাদ গুনছে পদ্মশিবির। এই খবর লেখা পর্যন্ত অবশ্য় বিজেপি বা নীতীশ কুমারেরর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি বিষয়টি ভালো চোখে দেখবে না।