দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন আগের তুলনায় অনেকটাই স্তিমিত। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তবে এরই মধ্যে বড়সড় স্বস্তি দেশের কোভিড গ্রাফে। এবার আরও কমে দৈনিক সংক্রমণ নামল ২৮ হাজারের ঘরে। কমল দৈনিক মৃত্যু ও অ্যাকটিভ রোগীর সংখ্যাও। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮।
অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জনের প্রাণ কেড়েছে করোনা। দৈনিক মৃতের সংখ্যা আজও ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫১১। যদিও সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৩ হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮ জন।