একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছে তীব্র গোষ্ঠীকোন্দল। যার জেরে দিকে দিকে চলছে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন নেতা-কর্মীরা। যেমন বনগাঁ বিজেপিতেও ভাঙনও ধরেছে। সেখানেও এবার দলবদলের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই আবহেই বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকে অনুপস্থিতির পর এবার বাগদায় দলীয় মিছিলেও দেখা গেল না স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাসকে। তাঁর অনুপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা।
নির্বাচনের পরবর্তী হিংসা ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে সোমবার সন্ধেয় বাগদা থানার হেলেঞ্চা বাজারে মশাল হাতে মিছিল করেন বিজেপি নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর-সহ জেলার গুরুত্বপূর্ণ নেতারা। তবে দেখা মেলেনি বিশ্বজিতের। এ নিয়ে পদ্মশিবিরকে খোঁচা দিয়ে বাগদার তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেন, ‘কেবল এদিনই নয়, বিজেপির কোনও কর্মসূচীতে বিধায়ককে দেখা যায় না৷ তিনি বিজেপিতে আছেন কিনা সেটা নিয়েও সংশয় আছে।’ অন্যদিকে, দলীয় কর্মসূচীতে বিধায়কের অনুপস্থিতি নিয়ে ফের দলবদলের গুঞ্জন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেও৷