দু’বছরের ওপর হয়ে গিয়েছে লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি। এ নিয়েই এবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, দু’বছরের ওপর ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি। বার বার বিরোধীদের কাছে পরাস্ত হচ্ছে মোদী সরকার। সোমবার টুইটে ডেরেক বলেন, ‘বিজেপি সরকারের প্রতিরোধ দুর্বল হওয়ায় বিরোধীরা সংসদে বার বার গোল দিচ্ছে। সংসদের নিয়ম ভেঙে দু’বছরের বেশি সময় ধরে লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন হয়নি।’
নিজের টুইটের সঙ্গে একটি পরিসংখ্যানও দিয়েছেন তৃণমূল সাংসদ। সেখানে পূর্ববর্তী সরকারের সময় ডেপুটি স্পিকার নির্বাচন করতে কত দিন লেগেছিল তার উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৬ অগস্ট পর্যন্ত ৭৮২ দিন ধরে লোকসভায় ডেপুটি স্পিকারের নির্বাচন হয়নি। অর্থাৎ দ্বিতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসার পরে ডেপুটি স্পিকারের নির্বাচন হয়নি বলেই অভিযোগ করেছেন ডেরেক।
এর আগেও লাগাতার বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ডেরেক। গত সোমবার তিনি অভিযোগ করেন, সংসদে কেন্দ্রীয় সরকার বিল পাশ নয়, যেন পাপড়ি চাট তৈরি করছে। টুইট করে ডেরেক প্রশ্ন করেন, ‘দেশের সংসদে আইন পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে!’ ডেরেকের দাবি, অধিবেশন শুরুর প্রথম ১০ দিনেই ১২টি বিল পাশ করিয়ে নিয়েছেন মোদী-শাহরা। ডেরেকের অভিযোগ, প্রত্যেক বিল পিছু গড়ে ৭ মিনিট সময় খরচ করেছেন তাঁরা।