আগেই ত্রিপুরা সফরে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে শনিবার ফের বিপ্লব রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা-নেত্রীরা। ঝরেছে রক্তও। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। বিজেপিকে সতর্ক করতে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার রাতে দিনহাটার বড়শাকদলে তৃণমূলের কর্মীসভায় কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন উদয়ন। তিনি বলেন, ‘আপনাদের যেখানে ক্ষমতা আছে সেখানে তৃণমূলের নেতা-কর্মীদের আক্রমণ করবেন। আর এখানে আপনাদের পুজো করব। এটা হবে না। সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।’ এর আগেও ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন উদয়ন গুহ। এবার হুঁশিয়ারির সুর শোনা গেল তাঁর গলায়।